• বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের তিনজনের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি স্কুটার। সেই স্কুটারে ছিলেন বিশরপাড়ার বাসিন্দা এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তাঁদের কন্যা সন্তান। স্কুটার এয়ারপোর্টের ৩ নম্বর গেটের কাছে আসতেই লরি সজোরে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই কন্যা সন্তানকে নিয়ে ছিটকে পড়েন তাঁরা। স্থানীয়েরা উদ্ধার করে তড়িঘড়ি তাঁদের বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

    স্থানীয় সূত্রে খবর, এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রয়েছে অটোমেটিক সিগনালিং ব্যবস্থা, যা বেশিরভাগ সময়ই কাজ করে না বলে দাবি স্থানীয়দের। রবিবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয় যানজটের। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)