অর্ণবাংশু নিয়োগী: জাল পাসপোর্ট মামলায় কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি! এই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে বহু বাংলাদেশির কাছে। কেউ কেউ আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য ট্যাক্সও দিচ্ছে। জাল পাসপোর্ট মামলায় এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক।
অনুপ্রবেশের অভিযোগে বর্ধমানের দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্না শীলকে এক বছর আগে গ্রেফতার করে পুলিস। তাদের জামিন মামলার শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি বসাক। আমেরিকা থেকে যাদের বের করে দেওয়া হয়েছে তাদের অনেকে ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে। এমনটাই মন্তব্য করেন বিচারপতি।
আদালতে জামিনের আবেদনকারী দম্পতির আইনজীবীর বক্তব্য ছিল, দেশের আইন হল ২০১৪ সালের পর যারা এদেশে আসবেন তারা অনুপ্রবেশকারী। কিন্তু ওই দম্পত্তি ২০১০ সালে এদেশে এসেছেন। ফলে তাঁরা অনুপ্রবেশকারী হবেন কীভাবে? তাই তারা জামিন চেয়েছেন।
অভিযুক্তের আইনজীবীর ওই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। পুলিস তদন্ত করছে। শেষপর্যন্ত জামিনের আবেদন নাকচ হয়ে যায়।