বিধান নস্কর, দমদম: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বড়তলার পর দমদম। ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি। এবার দুষ্কৃতীদের টার্গেটে সত্তরোর্ধ্ব বৃদ্ধ দম্পতি। ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুটপাটের অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টায় তদন্তকারীরা।
তিনতলা বাড়িতে থাকেন শংকর ও পুতুল মজুমদার নামে বৃদ্ধ দম্পতি। তাঁদের ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। অভিযোগ, রবিবার রাত দুটো নাগাদ ৬-৭ জন দুষ্কৃতী বৃদ্ধ দম্পতির বাড়িতে আসে। তাদের মাথায় হেলমেট। কাঁধে ব্যাগ। ওই বৃদ্ধ দম্পতির একতলার ঘরে ভাড়া দেওয়া ছিল। সেখানে কেউ ছিল না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙে তালা খোলে দুষ্কৃতীরা। তারপর উপরে উঠে যায় তারা। অভিযোগ, বৃদ্ধ ও বৃদ্ধাকে ছুরি দেখিয়ে হাত-মুখ চেপে ধরে। মহিলার সোনার নাকছাবি ও আংটি খুলে নেয় দুষ্কৃতীরা। এছাড়া বাড়িতে থাকা প্রায় সর্বস্ব লুটপাট করে পালায় দুষ্কৃতীরা।
বৃদ্ধা পক্ষাঘাতগ্রস্ত। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তাই বৃদ্ধা সেভাবে চিৎকার চেঁচামেচি করতে পারেননি। দুষ্কৃতীরা যারা বাড়িতে এসেছিল, তাদের সকলের মাথায় হেলমেট ছিল। তাই কাউকে চিনতেও পারেননি বৃদ্ধ দম্পতি। দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আরও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা। দুষ্কৃতীরা পরিচিত নাকি অপরিচিত? ডাকাতির আগে কি রেইকি করেছিল দুষ্কৃতীরা? এই ঘটনাকে কেন্দ্র করে এমনই নানা প্রশ্নের জট। দুষ্কৃতীদের জেরা করে এই সংক্রান্ত তথ্যের খোঁজে পুলিশ।