• ব্যাঙ্ক দুর্নীতিতে FIR হয়নি কেন? রাজ্যের অনুমোদনের কথা বলতেই CBI-কে ভর্ৎসনা আদালতের
    প্রতিদিন | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • গোবিন্দ রায়: ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এফআইআর নিয়ে এবার আদালতের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন শাখায় কয়েক কোটির দুর্নীতিতে আগেই অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু সিবিআই এতদিনেও FIR করেনি কেন? সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতির এই প্রশ্নের জবাবে সিবিআই রাজ্যের অনুমোদনের কথা বলতেই তুমুল তিরস্কার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেইসঙ্গে ব্যাঙ্কের তিনটি শাখায় কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় দ্রুত সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিলেন তিনি।

    সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে বলেন, ”সিবিআই কি কাজ করবে না বলে এটা করছে? বাংলায় থেকে সিবিআইয়ের এমনটা হয়েছে! মনে রাখতে হবে, জনগণের টাকা তছরুপ হয়েছে।” তাতে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ সওয়াল করে বলেন, ”আজ সিবিআই FIR করল, আর কাল ব্যাঙ্ক জানাল যে এটা দুর্নীতির মামলা নয়, তখন কী হবে? সেই জটিলতার জন্যেই সিবিআই আটকে রয়েছে। এমনিতেই সিবিআইয়ের মামলার চাপ বেশি, সেই তুলনায় লোক কম। তবে আদালত নির্দেশ দিলে আমাদের কোনও সমস্যা নেই।” তা শুনে বিচারপতি নির্দেশ দেন, এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে ব্যাঙ্কগুলিকে পাঠাবে। তাদের কোনও আপত্তি থাকলে জানাবে। না হলে দ্রুত সিবিআই এফআইআর করবে। এদিন সিবিআইয়ের ডিআইজি দুটি মামলার স্টেটাস রিপোর্ট জমা দেন আদালতে।

    বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগে জনপ্রতিনিধি যুক্ত। এই যুক্তিতে কেন সিবিআই রাজ্যের কাছে অনুমোদন চাইছে? তাঁর মন্তব্য, ”এক্ষেত্রেও যদি রাজ্যের অনুমতি চাওয়া হয়, সেটা ডাস্টবিনে গিয়ে পড়বে। কারণ ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন দরকার নেই। এই ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিচ্ছি। সিবিআই নিজের বুদ্ধি খাটাক। কী কী নথি, তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে, তার উপরে বিশ্লেষণ করে এফআইআর করবে কি না, সেই সিদ্ধান্ত নিক।”
  • Link to this news (প্রতিদিন)