• মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • শনিবার ছিল মাধ্যমিকের অঙ্কের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্রের ২টি প্রশ্ন নিয়ে জলঘোলা হচ্ছিল। সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে বলে অভিযোগ উঠেছিল পড়ুয়াদের একাংশের তরফে। সেই বিষয়েই পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন ২টি যাচাই করানো হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। ওই ২টি প্রশ্ন সিলেবাসের মধ্যে থেকেই এসেছে। যদিও পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা পরীক্ষক, স্ক্রুটিনার এবং প্রধান পরীক্ষকদের একটি প্রস্তাব দিয়েছেন।

    ওই ২টি প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে খাতা দেখা হবে। পরীক্ষার্থীরা ওই ২টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে অর্থাৎ পদ্ধতি মেনে অঙ্ক কষার চেষ্টা করলেই নম্বর দেওয়া হবে, এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যাবতীয় নির্দেশ দিয়ে দেওয়া হবে পরীক্ষকদের। মডেল অ্যানসার স্ক্রিপ্টও দিয়ে দেওয়া হবে।

    কোন কোন প্রশ্নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত?

    ১. উত্তরবঙ্গ এলাকার প্রশ্নপত্রে ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর উপবিভাগ। বর্ধমান এলাকায় প্রশ্নপত্রের ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর উপবিভাগ। কলকাতা এলাকার প্রশ্নপত্রের ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর উপবিভাগ।

    ২. সব রিজিয়নের প্রশ্নপত্রে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর উপবিভাগ।

  • Link to this news (এই সময়)