• এক ফ্ল্যাটের বাসিন্দারা কুম্ভস্নানে, অন্য ফ্ল্যাটমালিক অফিসে, সুযোগ বুঝে ঘর ‘সাফ’ করল চোর!
    আনন্দবাজার | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কুম্ভমেলায় গিয়েছে গোটা পরিবার। ফ্ল্যাট খালি। সেই সুযোগে ফ্ল্যাটের তালা ভেঙে গৃহস্থের সর্বস্ব লুট করে চম্পট দিল চোরেরা। পর পর দুটো ফাঁকা ফ্ল্যাটে চুরির পর তৃতীয় ফ্ল্যাটে চুরির চেষ্টা বিফল হয় তাদের। যদিও এখনও ধরা পড়েনি চোরদের কেউ। রবিবার রাতে চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরী এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টায় পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, রেনাসাঁ উপনগরীর ১০, ১১ এবং ১২ নম্বর টাওয়ারের দু’টি ফ্ল্যাটে রবিবার রাতে ঢোকে চোরেরা। ১০ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন শ্রাবণী মল্লিক এবং তাঁর পরিবার। তাঁরা দিন কয়েক আগে উত্তরপ্রদেশ গিয়েছেন কুম্ভমেলা দর্শনে। সেই সুযোগে তাঁর ফ্ল্যাটের তালা ভেঙে টাকা, সোনাদানা নিয়ে ১২ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে ঢোকে চোরেরা। ওই ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমিক ঘোষাল জানান, রবিবার তিনি কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন। তাঁর স্বামী অমিত ঘোষালও রাতে বাড়িতে ছিলেন না। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, দুটি এটিএম কার্ড এবং বেশ কয়েকটি রুপোর কয়েন এবং সোনার গয়না চুরি করেছে চোরেরা।

    দু’টি ফ্ল্যাটে চুরির পর চোরের দল যায় ১১ নম্বর টাওয়ারের একটি ফ্লাটে। কিন্তু তালা ভাঙার শব্দে আবাসিকদের ঘুম ভেঙে যায়। বিপদ বুঝে চম্পট দেয় চোরেরা। ওই আবাসনের আবাসিক রাখী সাহা, অর্ণা মুখোপাধ্যায়েরা জানাচ্ছেন, দিনের বেলা নিরাপত্তারক্ষী থাকলেও রাতে কেউ নিরাপত্তার দায়িত্বে থাকেন না। সেই সুযোগ কাজে লাগিয়েছে চোরেরা। এমন ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

    অন্য দিকে, সিসি ক্যামেরার সুবাদে ইতিমধ্যে চোরেদের ছবি পেয়েছে পুলিশ। মনে করা হচ্ছে, স্থানীয় কেউ ওই কাজে যুক্ত। তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)