সহকর্মীর সঙ্গে মজা করতে গিয়ে প্রাণ গেল এক চটকল কর্মীর। মর্মান্তিক ঘটনা হাওড়ার বাউড়িয়া চটকলে। নিহত শ্রমিকের নাম সবেদ মল্লিক (৫৩)। তাঁর পায়ুদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মিল কর্তৃপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার সকালে ডিউটি সেরে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন সবেদ মল্লিক। অভিযোগ, সেই সময়ে মিলের অন্য এক শ্রমিক মজা করার ছলে তাঁর পায়ুদ্বার দিয়ে মিলের যন্ত্রাংশ পরিষ্কার করার হাওয়া পাইপ ঢুকিয়ে দেয়। ঘটনায় ওই শ্রমিকের গোটা শরীর ফুলে যায়। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত শ্রমিকের স্ত্রী মামুদা বেগম অভিযোগ করেন, ‘ওই মিলের কয়েকজন শ্রমিক প্রায়ই আমার স্বামীকে নানা ভাবে উত্যক্ত করত। রবিবারেও ঠিক সেই ভাবে উত্যক্ত করার কারণেই এই অবস্থা।’ অন্যদিকে ওই মিলের এক শ্রমিক মঞ্জুর আহমেদ বলেন, ‘রবিবার আমি ডিউটিতে যাইনি। যদিও পরে শুনেছিলাম এই ঘটনা ঘটেছে। ঘটনাটি খুবই নিন্দনীয়।’ হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, এখনও মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে মিল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।