দিঘার মতো পর্যটন স্থলে দাউ দাউ আগুন। কালো ধোঁয়ায় ঢাকলো ওল্ড দিঘার একটি এলাকা। সোমবার সকালের দিকে ওল্ড দিঘায় একটি মদের দোকানের ভিতর থেকে প্রথমে গলগলিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের ঝলক দেখা যায় ওই দোকানে। চোখের নিমেষে দোকানটিকে গ্রাস করে আগুন। অগ্নিকাণ্ড দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় স্থানীয় দমকল কেন্দ্রে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে সাতটা নাগাদ ওই মদের দোকানে আগুন লেগেছিল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানটি। মদের মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
রামনগর-১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় যাই। দমকল আধিকারিকেরা ও দিঘা মোহনা থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছেন। আগুন নিয়ন্ত্রণ আসায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।’
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক অম্লান পন্ডা বলেন, ‘আগুন কী ভাবে লাগলো তা বুঝতে পারছি না। দোকানে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ দোকানে কত টাকার জিনিস ছিল, সেই সমব নথি খতিয়ে দেখে তবেই ক্ষয়ক্ষতির ঠিক হিসেবটি বলা যাবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক ভাবে তাঁর আশঙ্কা, অন্তত ১০-১৫ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে কোনও ভাবে এই আগুন লাগতে পারে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়েছে। দিঘা মোহনা থানার অফিসার ইনচার্জ অরুণকুমার পতি জানান, অগ্নিকাণ্ডের কারণ বোঝার জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।