• বাবার দ্বিতীয় বিবাহ নিয়ে প্রতিবাদ করতেই খুন ছেলে? চাঞ্চল্যকর ঘটনা মালদায়
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • মালদার কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাজ মোমিন (২০)। যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ করা হয়েছে পরিবারের সদস্যের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    জানা গিয়েছে, রাজ পড়াশোনা শেষ করে বাবা সরফরাজ আলমের দোকান দেখভাল করত। সরফরাজ আলমের সঙ্গে তাঁর স্ত্রী সামিমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। অভিযোগ, সরফরাজ আলম এর পরে অন্য একটি সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ। প্রতিবাদ করলেই মারধর করা হতো বলে অভিযোগ। কয়েকদিন আগেই দ্বিতীয় বিয়ে করেন সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

    মৃত যুবকের এক মামা সামিম নবাব যুবকের বাবা সরফরাজ আলম এবং তাঁর এক ভাইয়ের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন। মৃতের মামা সামিম নাদাব জানিয়েছেন, তাঁর দিদিকে অনেকদিন আগেই মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

    তিনি বলেন, ‘আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। এ নিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’ পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। 

  • Link to this news (এই সময়)