আজকাল ওয়েবডেস্ক: বিয়ে বাড়ি বা যেকোনও অনুষ্ঠান বাড়ি হোক। অতিথি সেজে একেবারে ধোপদুরস্ত পোশাকে হাজির। এরপর সুযোগ মতো খাওয়াদাওয়া সেরে নেওয়া এবং তারপরেই হাতসাফাই। চুরির এই অভিনব কায়দায় রীতিমতো তাজ্জব পুলিশ। যদিও শেষরক্ষা হয়নি। গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা অভিযুক্ত মনোজ চৌধুরীকে। পেশায় রং মিস্ত্রি মনোজের চুরির কায়দায় বেশ অবাকই হয়েছে পুলিশ।
জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে প্রধাননগরের একটি অনুষ্ঠান বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ দেখে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন বাইরের লোক রয়েছে। খোঁজ করে দেখা যায় এর আগে যে বাড়িগুলিতে চুরি হয়েছিল সেখানেও এই ব্যক্তি উপস্থিত ছিল। এরপর ওই ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি পুলিশের তরফে তার খোঁজখবর করা শুরু হয়।
রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে একটি বিয়ে বাড়িতে অতিথি সেজে স্যুট, বুট পরে হাজির হয় মনোজ। উপস্থিত এক সেনা আধিকারিক তাকে চিনতে পারেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে চলে আসে প্যানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। অনুষ্ঠান বাড়িতেই মনোজকে গ্রেপ্তার করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে জেরায় অভিযুক্ত জানিয়েছে, ভালো পোশাক পড়লে লোকেরা সন্দেহ করে না। তাই সে এরকম ধোপদুরস্ত পোশাকে চুরি করতে আসত। সেইসঙ্গে খাওয়াটা ছিল তার অতিরিক্ত পাওনা।