• বিয়ের পাকা কথা না পেলে নামব না, মোবাইল টাওয়ারে উঠে ঘোষণা করল মালদার ‘‌বীরু’‌...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন ‘‌শোলে’‌ ছবির বীরু। বাসন্তীকে বিয়ে করতে চেয়ে বীরু যেমন জলের ট্যাঙ্কে উঠেছিল তেমনি মালদার ইংরেজবাজারে বিয়ে করতে চেয়ে মোবাইল টাওয়ারের একেবারে মাথায় চড়ে বসল যুবক। সেখান থেকেই সে তাঁর সঙ্গে প্রেমিকার বিয়ে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে‌। দীর্ঘক্ষণ সেখানেই থাকার পর পুলিশ ও দমকল তাঁকে উদ্ধার করে‌। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায়। 

    জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটা নাগাদ মদের বোতল নিয়ে টাওয়ারে চড়ে বসে বাবুলাল মণ্ডল নামে স্থানীয় এক যুবক। এরপর সেখানেই মদ্যপান করে সে। কিছুক্ষণ পর নিজের প্রেমিকার নাম ধরে চিৎকার করে বাবুলাল জানায় সে বিয়ে করতে চায়। বাবুলালের এই কাণ্ড দেখে নিচে ভিড় করে থাকা এলাকার লোকজন তাঁকে নেমে আসতে বলে। কিন্তু বাবুলাল পরিষ্কার জানিয়ে দেয় বিয়ের কথা পাকা না হওয়া পর্যন্ত সে টাওয়ার থেকে নামবে না। 

    ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর শেষপর্যন্ত বাবুলালকে তারা নিচে নামাতে সমর্থ হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবুলাল গত একবছর ধরে তাঁর বাড়িতে বিয়ের কথা বললেও কেউ মাথা ঘামায়নি। এই এলাকায় একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাঁর থেকে বিয়ের প্রতিশ্রুতি পেতেই সে টাওয়ারে চড়ে ছিল। এক স্থানীয় বাসিন্দা জানান, মত্ত অবস্থায় টাওয়ারে উঠে পড়েছিল বাবুলাল। তাঁকে পুলিশ ও দমকল উদ্ধার করেছে।
  • Link to this news (আজকাল)