• মাধ্যমিক দিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, গুরুতর আহত অবস্থায় কী করল তিন পরীক্ষার্থী?...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে ধরা হয় মাধ্যমিক পরীক্ষাকে। আর সেই পরীক্ষা দিতে গিয়েই টোটো উল্টে গুরুতর আহত তিন পরীক্ষার্থী। আহত অবস্থায় হাসপাতালে বসেই পরীক্ষা দিতে হল তিন পড়ুয়াকে। জানা গিয়েছে, সোমবার কুলতলির কচিয়ামারা হেম চন্দ্র হাই স্কুলের তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী টোটোয় করে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। গুরুতর আহত হয় তিন পড়ুয়াই।

    পরিবার ও স্থানীয় সূত্রে খবর, আহত তিনজনকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে  যাওয়া হয়। কুলতলি থানার পুলিশ স্থানীয় প্রশাসনের তরফে হাসপাতালে বসেই এদিন ইতিহাস পরীক্ষা দেয় তিন পরীক্ষার্থী। জানা গিয়েছে, আহত পরীক্ষার্থীদের সকলের বাড়িই কুলতলি থানার মেরিগঞ্জ এলাকায়। এই প্রসঙ্গে জামতলা ভগবান চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক তথা স্কুলের সাব ভেনুর ইনচার্জ শান্তনু ঘোষাল বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হন।

    আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে’। আহত এক পরীক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, ‘তিন পরীক্ষার্থী, দু’জন অভিভাবক এবং একটি বাচ্চা সহ মোট ছ’জন টোটো তে করে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে টোটো উল্টে গিয়ে তিনজন আহত হন’। বড় দুর্ঘটনার পরেও আহত অবস্থায় তিন পরীক্ষার্থী জীবনের প্রথম ও অন্যতম স্বপ্নপূরণের পরীক্ষা দেওয়ায় কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (আজকাল)