• পায়ুদ্বারে হাওয়া ঢুকিয়ে ইয়ার্কি,  উলুবেড়িয়া জুটমিলে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের ...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উলুবেড়িয়ার বাউড়িয়া নর্থ জুটমিলে এক সহকর্মীর ইয়ার্কির শিকার হয়ে প্রাণ হারালেন ৫০ বছরের শ্রমিক সাবের মল্লিক। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে শিফটের সময় সাবের ঘুমিয়ে পড়েছিলেন, তখন এক সহকর্মী মলদ্বারে হাওয়ার পাইপ ঢুকিয়ে দেন। এর ফলে তাঁর পেটের ভিতর মারাত্মক ক্ষতি হয়, যা পরবর্তীতে তাঁর মৃত্যুর কারণ হয়।

    মৃত সাবেরের স্ত্রী মামুদা খাতুন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সহকর্মীরা ইয়ার্কির ছলে তাঁর স্বামীকে উত্ত্যক্ত করতেন এবং তিনি মিল কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাঁর মতে, যদি আগে থেকেই ব্যবস্থা নেওয়া হতো, তবে এভাবে তাঁর স্বামীর মৃত্যু হতো না।

    মৃত সাবেরের মেয়ে বর্তমানে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো পরিবার শোকাহত। মিল কর্তৃপক্ষ পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। চিকিৎসকরাও এই ঘটনায় স্তম্ভিত। তাঁরা জানান, এমন ধরনের রোগী খুবই বিরল, যেখানে মলদ্বারের মাধ্যমে জোর করে বাতাস ঢোকানো হয়েছে, ফলে পেটের নাড়িভুড়ি ফেটে গেছে।

    ঘটনার পর সাবেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আরও খারাপ হলে তাঁকে মানিকতলা ইএসআই হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রাখেন এবং বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হলেও, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

    যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিয়েছে বলে এখনও জানা যায়নি।
  • Link to this news (আজকাল)