• মায়ের মৃতদেহ আগলে বসেছিলেন, উদ্ধার করে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু ছেলের 
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মায়ের মৃত্যুর পর দেহ চার-পাঁচদিন আগলে রেখেছিলেন ছেলে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু তাঁরই। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার বালিটিকুরি জেলে পাড়ায়। তদন্তে হাওড়ার সিটি পুলিশ। 

    অনেকেই বলছেন রবিনসন স্ট্রিটের ছায়া। ঠিক কী ঘটেছিল যে এই তুলনা উঠে আসছে? বালিটিকুরি জেলেপাড়ার ওই বাড়িতে স্বামীর মৃত্যুর পর রাসমণি নন্দী ও তাঁর ছেলে সুরজ নন্দী থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব সখ্যতা ছিল না বলেই খবর। অভিযোগ মা-ছেলে, দু’জনেই অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। রবিবার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করে নিয়ে যায়। 

    সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর সবটা জানা যাবে মৃত্যু কবে হয়েছে এবং কীভাবে।‘ সুত্রের খবর, বৃদ্ধার দেহ উদ্ধারের পরেই অসুস্থ হয়ে পড়ে ছেলে। রবিবার রাতেই হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাওড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে সুরজের।
  • Link to this news (আজকাল)