• বিধানসভায় শুভেন্দুদের হট্টগোল! বিজেপির আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদরা...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • জয়ন্ত ঘোষাল:‌ বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে স্পিকারের বিরুদ্ধে কাগজ ছোড়া হয়েছে তাতে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হলেও রাজনৈতিক বিতর্কের অবসান হয়নি। শুভেন্দু অধিকারী এক মাস সাসপেনশনের পর যে বক্তব্য বাইরে সংবাদমাধ্যমের সামনে বলেছেন তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

     তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিষয়টি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার পাশাপাশি জানিয়েছেন, যে সব অভিযোগ শুভেন্দু করেছেন, সেগুলি খন্ডন করা হচ্ছে। 

    তৃণমূলের যুক্তি হল ১)‌‌ বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না। কিন্তু তাঁর অনুপস্থিতিতে শুভেন্দু ও আরও কয়েকজন বিধায়ক বিধানসভার স্পিকারের ফ্লোরে এসে কাগজ ছুড়লেন কেন?‌ আগামীকাল মুখ্যমন্ত্রী জবাব দেবেন। বিরোধীরা তার আগে বিধানসভায় হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করলেন কেন?‌ 

    ২) শুভেন্দু বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দিতে চাইছেন কোন উদ্দেশে। সরস্বতী পুজো গোটা রাজ্যে লাখ লাখ হয়েছে। মমতার সরকার কোথাও সরস্বতী পুজো বন্ধ করেনি এটা মিথ্যাচারণ। একটা সরস্বতী পুজো নিয়ে বিতর্ক হলেও তা প্রথামাফিক হস্তক্ষেপে দ্রুত মীমাংসা হয়েছে। তা সত্ত্বেও কেন এহেন আচরণ।

    ৩) তৃণমূল নেতৃত্ব লোকসভা ও রাজ্যসভাতে কখনই নেতিবাচক আচরণ না করে বিষয়টি তুলে ধরেছে। এই ঘটনার পর তৃণমূল যদি এবার রাজ্যসভায় হাঙ্গামা করে তবে সেটা কি সঙ্গত বলবেন দেশের প্রধানমন্ত্রী?‌ তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনের প্রশ্ন। 

    ৪) শুভেন্দু বলেছেন তৃণমূল সরকার সন্ত্রাসবাদী জঙ্গিদের সরকার। প্রধানমন্ত্রীর কাছে তৃণমূল নেতাদের প্রশ্ন, মমতা কি টেররিস্ট?‌ প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছেন কল্যাণ ব্যানার্জি, ডেরেক ও ব্রায়েন প্রমুখ তৃণমূল নেতারা।

     
  • Link to this news (আজকাল)