• ৭ মাসের শিশুকন্যাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বছর চৌত্রিশের ব্যক্তি, মঙ্গলবার সাজা ঘোষণা
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাত মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় সোমবার দোষী সাব্যস্ত করল বিচার ভবন পকসো আদালত। মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করবে আদালত। এই মামলায় ২৬ দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। রাজ্যের তরফে ফাঁসির আবেদন করা হয়েছে। 

    এই মামলায় ঘটনার ৪০ দিনের মধ্যে দোষী সাব্যস্ত করা হল। ২৬ দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। ২৪ জন সাক্ষীর মধ্যে রয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারও। 

    গত ৩০ নভেম্বর বড়তলা থানায় এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। বাবা-মায়ের অভিযোগ ছিল, রাতে রাস্তার পাশে ঝুপড়িতে তাঁরা ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাতনিবাসী দম্পতি। তদন্তে নামে পুলিস। পরে ওই ফুটপাত থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। 

    গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্ত বছর চৌত্রিশের রাজিব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ২৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করা হয়েছিল। সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করল।

    বড়তলা থানা তদন্তে নেমে জানতে পারে যে, শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। খোঁজ করতে করেত পুলিশ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করে অভিযুক্ত রাজিব ঘোষকে। 

     
  • Link to this news (আজকাল)