১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গল থেকেই হাওয়া বদল
আজ তক | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ভরা বসন্তে প্রবেশের আগে আবহাওয়া বদল। চলতি সপ্তাহেই বের করতে হবে ছাতা। টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যে কারণে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে উত্তর-পশ্চিমের শীতল বাতাসের সংস্পর্শে এসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা পর থেকে আবহাওয়া বদল শুরু হবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি। যে কারণে তাপমাত্রা আরও বাড়বে। এরপরই পুরোপুরি বিদায় নিতে চলেছে শীত। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
মঙ্গলবারের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ও শুক্রবার ২১ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। ২২ ফেব্রুয়ারি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ফের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অসময়ে বৃষ্টির কারণে আলু চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে।