ছিল টোটো হয়ে গেল ভিন্টেজ কার! মডিফাই করা গাড়ি আটক করল পুলিস
বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা,ময়নাগুড়ি: হঠাৎ করে দেখলে মনে হবে, বুঝি সেই ইংরেজ আমল থেকেই সরাসরি গাড়িটি এসে গিয়েছে ২০২৫ সালে। তাও আবার ময়নাগুড়ি শহরের রাস্তায় গড়গড়িয়ে চলছে সেই গাড়ি। সোমবার দুপুরে এমনই একটি অদ্ভুত গাড়ি দেখতে পেয়ে কৌতুহলী হয়ে ওঠে স্থানীয় জনতা। নজর পড়ে পুলিসেরও। আর তাতেই বাঁধে বিপত্তি। শেষপর্যন্ত গাড়িটি আটক করা হয়। কিন্তু তারপরেই চক্ষু চড়কগাছ পুলিসেরও!
না, এই গাড়ি কোনও পুরনো যুগের গাড়ি নয়। বরং হাল ফ্যাশানের যান টোটোকে মডিফাই করেই তৈরি করা হয়েছে এই ভিন্টেজ কার! তবে তার জন্য কিন্তু পয়সা খরচ করতে হয়েছে বিস্তর। গাড়ির মালিক জানিয়েছেন প্রায় তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে টোটো থেকে গাড়িতে রূপান্তর করতে। এই গাড়ি, বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় বলেও জানা গিয়েছে। গাড়ির মালিকের বাড়ি ধূপগুড়ি।
তবে মালিক জানিয়েছেন, এই গাড়িটি মোটেই রাস্তায় নিয়মিত চলে না। শুধুমাত্র বিয়ে বা কোনও অনুষ্ঠানের জন্যই ভাড়া দেওয়া হয়। বিয়ে বাড়িতে সেলফি তোলার ক্ষেত্রে, নতুন স্বামী-স্ত্রীর এই গাড়িতে চড়ে ফটো তোলেন বা ভিডিওগ্রাফি করতেই এই গাড়ি ভাড়া নেওয়া হয়। তবে তা শুনতে নারাজ পুলিস। আপাতত টোটো মডিফাই করে গাড়িতে রূপান্তর করার কারণে সেটিকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিস।