ধীমান রক্ষিত: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষের পর থেকে মন খারাপ বহু পড়ুয়ার। প্রশ্নপত্র ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছিল বলে অভিযোগ। কেউ কেউ বলেছে, একাধিক ভুল প্রশ্ন ছিল প্রশ্নপত্রে। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া বলা হল, কোনও পরীক্ষার্থী বিতর্কিত প্রশ্নগুলি সঠিক পথে সমাধানের চেষ্টা করলেই নম্বর দেবে পর্ষদ।
শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সেই পরীক্ষার দুটি প্রশ্ন ঘিরে সমস্যা বাঁধে। কোন দুটি প্রশ্ন? সমস্যা তৈরি হয়েছিল উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্নপত্র সেটে প্রশ্ন নম্বর ৩ (vi), বর্ধমান রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iii), মেদিনীপুর রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iv) এবং কলকাতার প্রশ্নপত্রের সেটের ৩ (i) নম্বর প্রশ্ন ঘিরে। পাশাপাশি প্রশ্নপত্রের সবকটি সেটের ১৫ (i) নম্বর প্রশ্ন নিয়ে। অভিযোগ করা হচ্ছিল, দুটি অঙ্কই অত্যন্ত কঠিন। সিলেবাসের বাইরে থেকে নাকি প্রশ্ন করা হয়েছিল।