• সল্টলেকের বাড়িতে পুড়ে মৃত্যু, কী ভাবে লাগলো আগুন?
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: সিগারেটের ফুলকি থেকে সারা ঘরে ছড়িয়ে পড়লো আগুন। সেই আগুনে পুড়ে মৃত্যু হলো একজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সল্টলেকের ডিএ ব্লকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায় (৪৭)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সময়ে তিনি বাড়ির তিনতলায় ছিলেন। তাঁর স্ত্রী, কন্যা এবং মা দোতলার ঘরে ছিলেন। রাত সওয়া দশটা নাগাদ সম্ভবত সিগারেটের ফুলকি থেকেই আচমকা তিনতলার ঘরে আগুন লেগে যায়। আগুনের তাপে এবং দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময়ে স্ত্রী দোতলায় মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিলেন। হঠাৎ শব্দ পেয়ে তিনি তিনতলায় উঠে দেখেন ঘরের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। চিৎকার করে লোকজন জড়ো করেন তিনি। পাশেই চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। বাড়ির একতলায় একটি টায়ারের দোকান রয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তিনতলার ঘরটি। অভিযোগ, খবর পাওয়ার পরে দমকল অনেক দেরি করে আসে। পরে ঘটনাস্থলে এসে দমকলমন্ত্রী সুজিত বোস জানান, দমকলের লোকেরা প্রথমে খবর পেয়েছিল যে বিএ ব্লকে আগুন লেগেছে। সেজন্য জায়গাটা খুঁজতে দেরি হয়েছে। দমকলমন্ত্রী বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন

    (বিস্তারিত আসছে...)

  • Link to this news (এই সময়)