• কলেজের সামনে থেকে ছাত্রীকে অপহরণ? বারুইপুরে চাঞ্চল্যকর ঘটনা
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদ করলে ওই ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

    বারুইপুর থানা এলাকারই বেতবেড়িয়া বাসিন্দা ওই ছাত্রী। তিনি স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে তাঁর পরীক্ষা চলছে। সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী তিনি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা শেষের পর কলেজ থেকে বেরোতেদুটি স্কুটি চেপে আসা তিন যুবক তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রীর দাবি, তাঁকে মারধর করা হয়। সোমবার রাতেই তাঁকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় ওই দুষ্কৃতীরা। মারধরের কারণে গুরুতর জখম হন ওই ছাত্রী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। 

    ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। ছাত্রীর দাবি, এক যুবক গত দেড় বছর ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তাঁকে উত্যক্তও করত। ওই যুবকই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ছাত্রীর দাবি, তিনি পরীক্ষা দিতে গেলে তাঁকে গুলি করে খুন করার হুমকিও দেওয়া হয়েছে।

    ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত শাশ্বত বৈদ্য-সহ মোট ২ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা এ ঘটনার নেপথ্যে রয়েছে? তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)