• বুধবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি, কবে কাটবে দুর্যোগ?
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস, বুধবার থেকেই ভোলবদল আবহাওয়ার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কবে থামবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে জেলায় জেলায়। সোমবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া।

    এদিকে, পূর্বাভাস মতোই কলকাতার তাপমাত্রা বেড়েছে। শীতের আমেজও গায়েব। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। নতুন করে কলকাতায় আর তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।

    বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এ দিন ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। এ দিন বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    চলতি সপ্তাহে একাধিক বিয়ের তারিখ রয়েছে। ফলে এই অকাল বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। অন্যদিকে, দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হতে পারে হালকা তুষারপাত। ধীরে ধীরে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। সকালের দিকে সেখানে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য দৃশ্যমানতা বাড়বে

  • Link to this news (এই সময়)