• বিয়েবাড়িতে স্যুট-বুট পরে হাতসাফাই ‘অতিথি’-র, শোরগোল শিলিগুড়িতে
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: ‘অতিথি তুম কব জাওগে’ সিনেমা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন কি না, তা জানতে পারেনি পুলিশ। ওই সিনেমায় দেখানো হয়েছিল পরেশ রাওয়াল ভুল করে অন্যের বাড়িতে অতিথি হিসেবে পৌঁছে গিয়েছিলেন। কিংবা সুবোধ ঘোষের ‘অলীক’ ছোটগল্পও তিনি পড়েছিলেন কি না, তাও জানা সম্ভব হয়নি। তবে, শিলিগুড়ি থেকে ধৃত মনোজ সে কাজই করতেন।

    যদিও ভুল করে নয়, হাতসাফাই করতে। বরযাত্রী সেজে আশ্রমপাড়ায় এক বিয়ে বাড়ির আসর থেকে শিবমন্দিরের বাসিন্দা সেই মনোজ চোধুরীকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত তাঁর ঠাঁই হয়েছে শ্রীঘরে।

    শহরের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সেজেগুজে কোট–প্যান্ট–টাই পরে ফুলবাবু সেজে ঢুকে পড়তেন মনোজ। ফুলের তোড়া নিয়ে ভিতরে গেলেও বেরিয়ে আসতেন দামি কিছু না কিছু নিয়ে। ভিড়ের সুযোগ নিয়ে এরপর সরে পড়তেন সেখান থেকে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় একের পর এক অনুষ্ঠান বাড়ি থেকে চুরির ঘটনায় ব্যতিব্যস্ত পুলিশ এরপর সিসিটিভির সাহায্য নেয়। তাতেই ধরা পড়ে যায় মনোজের ‘হাতযশ’–এর ছবি।

    পুলিশ জানিয়েছে, বিয়ে–অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে গিয়ে মনোজের নজর থাকতো উপহার হিসেবে পাওয়া মূল্যবান সামগ্রীর দিকে। খাওয়াদাওয়ার পরে আয়েস করে মুখে পান গুজে উপহার নিয়ে সরে পড়তেন তিনি। আর খুঁজে পাওয়া যেত না তাঁকে। তাছাড়া নিমন্ত্রিতদের কেই বা নজরে রাখে!

    তবে কথায় রয়েছে, চোরের দশ দিন তো গৃহস্থের একদিন! সে কথা সত্যি হলো মনোজের ক্ষেত্রেও। ধোপদুরস্ত চোরকে রবিবার রাতে হাতেনাতে ধরে ফেলে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তিনদিনের হেফাজতে নেওয়া হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় ছবি দেখে মনোজকে গ্রেপ্তার করা হয়েছে।

    মাসখানেক আগে শিলিগুড়ির আশ্রমপাড়ার একটি ভবনে কনের উপহারে পাওয়া সোনার গয়না এবং নগদ টাকা চুরি হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেখানে এক ব্যক্তিকে দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। পরিবারের লোকেরাও জানিয়ে দেন, ওই ব্যক্তিকে তাঁরা চেনেন না। ক্যামেরায় দেখা যায়, বিয়ে বাড়িতে খাবার খেয়ে, ছবি তুলে কনের গয়নার ব্যাগ এবং দামি সামগ্রী নিয়ে অভিযুক্ত পালিয়ে যাচ্ছেন।

    ওই ভবনে রোজই কোনও না কোনও অনুষ্ঠান হয়। রবিবার সেখানে বিয়ে বাড়িতে বর‍যাত্রীর বেশে হাজির হয় পুলিশ। খুব বেশিক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়নি। দেখা যায়, অভিযুক্ত সেজেগুজে এসে খাওয়াদাওয়া সেরে নিজের কাজে লেগে পড়েছেন। ভিড়ের মধ্যে সোনার গয়না হাতানোর সময়ে পুলিশ হাতেনাতে তাঁকে ধরে ফেলে। জেরায় নিজের অপরাধ স্বীকারও করে নেন মনোজ।

  • Link to this news (এই সময়)