কাল থেকে টানা ৫ দিন রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, কবে কোন জেলায়?
আজ তক | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
জাঁকিয়ে শীত আর নেই। ফেব্রুয়ারির মধ্যভাগেই শীতের যে হালকা রেশটুকু আছে তাও বিদায়ের পথে। তারমধ্যে চলতি সপ্তাহেই আবহাওয়ার বিরাট বদল ঘটতে চলেছে বাংলাজুড়ে। দক্ষিণবঙ্গে ২৪ ঘণ্টা পর থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবে আজ থেকেই মেঘলা আকাশ থাকবে বাংলা জুড়ে। আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
কী বলছে হাওয়া অফিস?
হাওয়া অফিস বলছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও অসমে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসছে ১৮ ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এর প্রভাবে মঙ্গলবারের পর আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে।
কোন কোন জেলায় বৃষ্টি?
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার এবং শনিবার ও রবিবার বৃষ্টির পূর্বাভাস আছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বেশিরভাগ জেলাতেই রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনাও আছে।
কবে কোন জেলায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে। বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং, এই দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার, শনিবার ও রবিবার- এই তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাতও। তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে বুধবার থেকে রবিবার পর্যন্ত। দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। ঘন কুয়াশা হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
কুয়াশার দাপট চলবে
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
কলকাতার আবহাওয়া
আজ থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। ১৯ ফেব্রুয়ারি, বুধবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি। ২০ ফেব্রুয়ারিও কলকাতায় বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি।