• সিউড়িতে বিক্ষোভের মুখে জেলা সভাধিপতি
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সেচ ক্যানেল থেকে চাষের জমিতে পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না। বোরো চাষের মরশুমে সিউড়ি-২ ব্লকের হাড়াইপুরের চাষিরা যার ফলে চরম বিপাকে পড়েছেন। সমস্যার সমাধান চেয়ে ইতিমধ্যে একাধিক জায়গায় তাঁরা দরবারও করেছিলেন। অভিযোগ, প্রতি ক্ষেত্রে শুধুমাত্র প্রতিশ্রুতিই মিলেছে। সমাধান অধরাই রয়ে গিয়েছে। 


    এই পরিস্থিতিতে সোমবার দুপুরে ওই এলাকার চাষিরা একডালিয়া মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য সিউড়ি-বোলপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিসি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। সে সময়েই ওই পথ ধরে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি যাচ্ছিল। সভাধিপতির গাড়ির পথ আগলে দাঁড়ান চাষিরা। সেচের জল না পাওয়ার অভিযোগ তাঁকে জানান। সভাধিপতি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সমস্যার সমাধান না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। 


    বোরো চাষের জন্য ময়ূরাক্ষী জলাধার থেকে জল ছাড়ার কথা আগেই ঘোষণা হয়েছিল। সেই মোতাবেক নির্দিষ্ট সময় থেকেই জল ছাড়া শুরু হয়েছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা সেচ ক্যানেলের মাধ্যমে জল পেয়ে চাষের কাজ শুরুও করেছেন। তবে হাড়াইপুরের বহু কৃষক পর্যাপ্ত জল পাচ্ছেন না। অভিযোগ, বাঁধের জন্য ফতেপুর ক্যানেল থেকে সাব ক্যানেলে পর্যাপ্ত জল ঢুকছে না। সেচদপ্তরের তরফে সেই বাঁধ তৈরি করা হয়েছে। 


    স্থানীয় চাষিরা যার মাশুল গুনছেন। মহম্মদ বিলাস বলেন, পর্যাপ্ত জল মিলছে না। ব্লক সভাপতি সহ অনেককেই বিষয়টি জানানো হয়েছিল। সাব ক্যানেলের মুখে বাঁধ তৈরির জন্য এই সমস্যা হচ্ছে। জল অন্যদিকে চলে যাচ্ছে। শেখ বসির বলেন, আমরা কৃষিকাজ ছাড়া আর কিছু করি না। জল না পাওয়ায় সমস্যায় পড়েছি। দ্রুত সমস্যা না মিটলে আবারও পথে নামব।  


    ঘটনা প্রসঙ্গে সভাধিপতি বলেন, মানুষ অভাব-অভিযোগ জানাতেই পারেন। নিশ্চই তাঁদের অভিযোগ রয়েছে। যার জন্য তাঁরা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করছেন। তবে কোন কোন এলাকায় জল পৌঁছবে তা আগেই নির্দিষ্ট করা হয়েছিল। 


    চাষিদের কথা অনুযায়ী, জল পাওয়ার কথা ছিল কিন্তু তাঁরা তা পাচ্ছেন না। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জলের ব্যবস্থা করা হবে। ওই এলাকায় জল দেওয়ার প্রতিশ্রুতি থাকলে তা দেওয়া হবে। জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য তথা সিউড়ি-২ এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, সেচদপ্তরের সঙ্গে কথা হয়েছে। সেচদপ্তর একটি বাঁধ তৈরি করেছিল। সেই বাঁধের উচ্চতা বেশি হয়ে যাওয়া সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সমস্যা মিটবে।
  • Link to this news (বর্তমান)