• কালনার সুলতানপুরে সেতুর বেহাল দশা বাসিন্দাদের উদ্যোগে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালনা: কালনার সুলতানপুর পঞ্চায়েতের বেলেডাঙায় ডিভিসি ক্যানেলের উপর থাকা সেতুর বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কারের দাবি জানানো সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে সোমবার অস্থায়ী সেতু তৈরি শুরু করলেন। অস্থায়ী সেতু তেমন মজবুত নয়। তাই দ্রুত সরকারি উদ্যোগে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। 


    কালনা-১ ব্লকের বেলেডাঙা এলাকায় দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ডিভিসি ক্যানেলের উপর সেতুটি বেহাল অবস্থায় ছিল। এলাকার বাসিন্দারা ডিভিসি দপ্তর থেকে বিডিও ও এসডিও অফিসে সেতু সংস্কারের আবেদন জানালেও কোনও সুরাহা মিলছিল না। এই সেতুর উপর দিয়ে বেলেডাঙা, ভাটরা, কাশিমপুর, সিমলন প্রভৃতি আট-দশটি গ্রামের মানুষজন যাতায়াত করেন। সামনে আলু তোলার মরশুম। সেতুটি ভগ্ন অবস্থায় থাকায় আলুর গাড়ি যাতায়াত করতে পারবে না। বাধ্য হয়ে এদিন গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে লোহার পাত, রড বসিয়ে অস্থায়ীভাবে সেতু তৈরির উদ্যোগ নেন।


    সুলতানপুর পঞ্চায়েত প্রধান প্রমিলা মুর্মু বলেন, দীর্ঘদিন ধরেই সেতুটির ভগ্নদশা। সেতু নির্মাণের জন্য পর্যাপ্ত টাকা পঞ্চায়েতের কাছে নেই। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও অফিস সহ অন্যান্য দপ্তরে জানিয়েছি।


    এলাকার বাসিন্দা কালনা-১ পঞ্চায়েত সমিতির সদস্য সাদেক শেখ বলেন, সেতুটির ভগ্নদশার জন্য আট-দশটি গ্রামের বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যানবাহন যাতায়াত সম্ভব হচ্ছে না। সেতু সংস্কারের জন্য বিডিও এসডিও ও জেলায় জানানো হয়েছে। সামনেই আলু ওঠার মরশুম। তাই গ্রামের মানুষ চাঁদা তুলে অস্থায়ীভাবে লোহার পাত, বাঁশ দিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। বিডিও সুপ্রতীক সাহা বলেন, দীর্ঘদিনের সমস্যা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছি। সেতুটি মেমারি ইরিগেশন দপ্তরের মধ্যে পড়ে। আমরা সেখানেও জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে। ফের এব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)