কালনায় ৮ টাকা কেজি দরে টমেটো কিনল কৃষি বিপণন দপ্তর
বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, কালনা: পাইকারি বাজারে টোম্যাটো বিক্রি হচ্ছে চার-ছ’টাকা কেজি দরে। জমি থেকে টমেটো তুলে বাজারে পাঠানোর খরচই উঠছে না। অনেকে জমিতেই টমেটো ফেলে রাখছেন। ব্যাপক লোকসান হচ্ছে চাষিদের। চাষিদের লোকসান কমাতে তৎপর হয়েছে কৃষি বিপণন দপ্তর। সোমবার সুফল বাংলা স্টলের জন্য চাষিদের কাছ থেকে সরাসরি ৮টাকা কেজি দরে টমেটো কেনা শুরু করেছে দপ্তর। এদিন কালনার জিউধারা আরএমসি মার্কেট চত্বরে সরাসরি চাষিদের কাছ থেকে চার কুইন্টালের বেশি টমেটো কেনা হয়।
কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বলেন, সুফল বাংলার জন্য এদিন কালনা আরএমসি মার্কেট থেকে আট টাকা কেজি দরে চাষিদের থেকে সরাসরি ৪০০কেজির বেশি টমেটো কেনা হয়েছে। চাষিদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। চাষি লালন দাস বলেন, বাজারে টমেটোর দাম নেই। কেজি প্রতি পাঁচ টাকা দাম দিচ্ছে। এতে নিয়ে আসার খরচ উঠছে না। এদিন সরকারিভাবে আট টাকা কেজি দরে টোম্যাটো কেনা হয়েছে। আমি ৩৫ কেজি টমেটো বিক্রি করেছি। সরকার আর একটু দাম বাড়িয়ে সরাসরি চাষিদের কাছ থেকে এভাবে টমেটো কিনলে লোকসান কিছুটা কম হবে। সরকারি এমন উদ্যোগে আমরা খুশি।
আরএমসি মার্কেটের এক সব্জি আড়তদার অসীম দাস বলেন, এবার টমেটোর ফলন ভালো। জোগান বেশি অথচ চাহিদা কম থাকায় দাম পড়ে যাছে। সরকার পাশে দাঁড়ালে চাষিরা উপকৃত হবেন।