সংবাদদাতা, কাঁথি: সোমবার ভগবানপুর থানার লালপুরে এগরা-বাজকুল রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক সহ দু’জন জখম হন। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। জখম শিক্ষক গৌরহরি সিংয়ের বাড়ি ভগবানপুরের ইলাসপুরে। তিনি আবাসবেড়িয়া হাইস্কুলের শিক্ষক। তাঁকে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, এগরার বাসিন্দা কাদের আলিকে ভগবানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ইলাসপুর থেকে ভগবানপুরের হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন ওই শিক্ষক। অপরদিকে বাজকুল থেকে এগরার দিকে যাচ্ছিলেন কাদের সাহেব। লালপুরের কাছে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়েই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইক সহ ছিটকে পড়েন দু’জন। এরপর জখম দু’জনকে উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। ঘটনার জেরে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পুলিস পরিস্থিতি সামাল দেয় এবং দুটি বাইক আটক করে। ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হবে বলে পুলিস জানিয়েছে।