রেজিনগরে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ
বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়িতে আগুনে লাগিয়ে প্রাক্তন স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রবিবার গভীর রাতে রেজিনগরের পুরাতন চেকপোস্ট এলাকায় শাবানা বিবির বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া দেয় তাঁর প্রাক্তন স্বামী। এই ঘটনায় শাবানা বিবির ঠাকুমা লাইলি বিবি অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। পেট্রল ঢেলে আগুন লাগানোর ঘটনায় শাবানা বিবির চারটি ঘর পুড়ে যায়। পাশাপশি নগদ কিছু টাকাসহ বাড়ির দলিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি। এক পুলিস আধিকারিক বলেন, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। শাবানা বিবি বলেন, গত কয়েকদিন ধরে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল প্রাক্তন স্বামী। অথচ ছয় মাস আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। সে অন্য মেয়েকে বিয়ে করে সংসার করছে। তারপরেও আমাকে নিয়ে টানাটানি করছে। রাজি না হওয়ায় বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চাইছিল। আমি ঘর থেকে পালিয়ে বেঁচেছি। ঠাকুমা পুড়ে গিয়েছেন। আমি ওর কঠোর শাস্তি চাইছি।
জখম লাইলি বিবির স্বামী বলেন, কয়েকদিন ধরে ফোন করে হুমকি দিচ্ছিল। ফোন করতে বারণ করায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তারপরে এই ঘটনা ঘটেছে। আমার স্ত্রী জখম হয়েছে। ওর চিকিৎসা চলছে। জানি না কী হবে।