• তেহট্ট থেকে গ্রেপ্তার করা হল বাংলাদেশি নাগরিককে
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  •  সংবাদদাতা তেহট্ট: এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিস। তেহট্ট থানার পাথরঘাটা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রকিবুল শেখের বাড়ি বাংলাদেশের মেহেরপুরের গোপালনগরে। মঙ্গলবার তাকে তেহট্ট আদালতে পেশ করা হবে।


    বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছে। নদীয়ার বিভিন্ন জায়গায় কাঁটাতার লাগোয়া এলাকা থেকে অনুপ্রবেশকারী ও দালালরা গ্রেপ্তার হয়েছে। কয়েকদিন আগে হাঁসখালি এলাকায় এক বাংলাদেশি ধরা পড়েছিল। তারপর এদিন তেহট্টে আরও এক অনুপ্রবেশকারী ধরা পড়ল।


    পুলিস জানিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তেহট্ট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের পাথরঘাটায় অভিযান চালানো হয়। সেখানে রকিবুলকে আটকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিসি জেরায় সে স্বীকার করে, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটার একটি জায়গায় কাঁটাতারের কাজ চলছিল। সেই জায়গা দিয়েই ভারতে ঢোকে সে। কোন উদ্দেশ্য নিয়ে সে ভারতে এসেছিল, কোথায় ওঠার কথা ছিল-পুলিস তা জানার চেষ্টা করছে।
  • Link to this news (বর্তমান)