নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার দ্বিতীয় ধাপে জেলা প্রশাসনের তরফে দেউচা পাচামি প্রকল্পের জন্য জমি দিতে ইচ্ছুক জমির মালিকদের হাতে সংশোধিত নথি তুলে দেওয়া হয়। জেলাশাসকের উপস্থিতিতে এদিন ১৪৩টি সংশোধিত নথি জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে ১১৩টি সংশোধিত নথি জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, দেউচা পাচামিতে ভূমি পুজো ও খননকাজের আনুষ্ঠানিক সূচনার পরদিনই প্রকল্প সংলগ্ন এলাকায় পৃথক চারটি ক্যাম্প শুরু হয়েছিল। অনেক আগ্রহী জমিদাতার জমির নথি সংক্রান্ত জটিলতা ছিল। সেই সংক্রান্ত সমস্যা মেটাতেই সেই ক্যাম্পগুলি চালু করা হয়েছিল। এখনও সেই ক্যাম্প চলছে। বর্তমানে স্থান পরিবর্তন হয়েছে। সেইসঙ্গে ক্যাম্পের সংখ্যাও বেড়েছে। জেলাশাসক বলেন, এদিন ক্যাম্প এলাকা থেকেই জমির মালিকদের হাতে সংশোধিত নথি তুলে দেওয়া হয়েছে।