• পুকুরে ভাসছিল বস্তা, খুলতেই বেরিয়ে এল হাড়গোড়, চাঞ্চল্য দিনহাটার গ্রামে
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: সোমবার দুপুরে পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মিঠুন দেব। সেই সময় একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন জলে। মাছের খাবারের বস্তা ভেবে সেটিকে খোলেন। উপুড় করে পুকুরপাড়ে ঢালতেই বস্তা থেকে বেরিয়ে আসে হাড়গোড়। দ্রুত পুলিসে খবর দেন। সাহেবগঞ্জ থানার পুলিস এসে হাড়গোড় উদ্ধার করে নিয়ে যায়। একটি শীতের জ্যাকেটও ছিল বস্তায়। মানুষের হাড়গোড় কি না তা পরীক্ষা করার জন্য ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানা। 


    দিনহাটা-২ ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারি গ্রামে এই ঘটনা ঘটে। রাস্তার ধারে বেশ কয়েকটি পুকুর রয়েছে গ্রামে। পুকুরপাড়ে বাড়িঘর নেই। সন্ধ্যার পরে শুনশান হয়ে যায় এলাকা। গত ক’দিন ধরে একটি পুকুরে একটি প্লাস্টিকের বস্তা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। গ্রামের অনেকে ওই পুকুরে স্নান করেন। বেশ কয়েকদিন ধরে বস্তা ভেসে থাকার খবর পেয়ে এদিন পুকুরে আসেন পুকুরের মালিক মিঠুন দেব। তিনি মাছও ধরেন। বস্তায় মাছের খাবার আছে বলে মনে করেন তিনি। বস্তা খুলতেই বেরিয়ে আসে হাড়গোড়। দুর্গন্ধে পাশে থাকাই দায় হয়ে যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে পুকুরের ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। বস্তাবন্দি হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ওই হাড়গোড়গুলি মানুষের কি না তা নিশ্চিত হতে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 


    সম্প্রতি উত্তর দিনাজপুরের ডালখোলার এক মিষ্টির দোকানের কর্মচারীকে দিনহাটায় এনে খুন করা হয়। তারও মৃতদেহ পা বাঁধা অবস্থায় পুকুরে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। বস্তাবন্দি হাড়গোড় উদ্ধারের পরে মিষ্টির দোকানের কর্মচারী প্রিয় দাসের মতো ঘটনা ঘটল কি না তা নিয়ে আলোচনা চলছে দিনহাটায়। পুকুরের মালিক বলেন, মাছের খাবার ভেবে বস্তা খুলি। মেলে হাড়গোড়। পুলিসকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে গিয়েছে। 


    সাহেবগঞ্জ থানার ওসি অজিত শা বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)