• চৌরঙ্গী-মাদ্রাসা স্কুল মোড় পর্যন্ত অবৈধ নির্মাণ ভাঙতে মাপজোখ
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের পুরসভাগামী রোডের চৌরঙ্গী থেকে মাদ্রাসা স্কুল মোড় পর্যন্ত নিকাশিনালা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেজন্য অবৈধ নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু করল পূর্ত দপ্তর। সোমবার জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থানীয় মোড়ের জায়গাগুলি মাপজোখ করা হয়। সেখানে দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ারেরা উপস্থিত ছিলেন। তাঁরা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। পূর্ত দপ্তরের পুরাতন মালদহের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভর মজুমদার বলেন, শহরের চৌরঙ্গী  মোড় থেকে ৪০০ মিটার বড় লম্বা নিকাশিনালা তৈরি হবে। এর জন্য ৫০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। নিকাশিনালা হলে সেখানে পেভার্স ব্লক রাস্তা করার ভাবনা রয়েছে। 


    পূর্ত দপ্তরে জেলার এক আধিকারিক বলেন, মাপজোখের পর ধাপে ধাপে কাজ এগিয়ে যাবে। অবৈধ নির্মাণ ভাঙা হলেই কাজ শুরু হবে। শহরের মঙ্গলবাড়ি বেশ গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। বর্ষায় এলাকার ছোট নিকাশিনালার জল উপচে রাস্তায় পড়ে। মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সেজন্য বাসিন্দারা নিকাশিনালা তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে অবৈধভাবে দোকান করা ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আমাদের বহু পুরনো  দোকান। কিছুটা পূর্ত দপ্তর এবং বাকিটা আমাদের নিজস্ব জায়গা রয়েছে। এদিন দেখলাম পূর্ত দপ্তর থেকে আধিকারিকেরা এসেছিলেন। কতদূর পর্যন্ত জায়গা নেবে জানি না। আমাদের দিকটাও ভেবে দেখা উচিত।


    পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, শুনেছি মাপজোখের জন্য এসেছিল। পূর্ত দপ্তর জায়গা নেবে। নিকাশিনালা হোক। তবে সেখানকার স্থানীয়রা যেন বাঁচে, সেটাও দেখতে হবে।
  • Link to this news (বর্তমান)