• হলদিবাড়িতে শুরু হয়ে গেল হুজুর সাহেবের মেলা, চলবে বুধবার পর্যন্ত
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হলদিবাড়ি: দক্ষিণ বড় হলদিবাড়িতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার উদ্বোধন হয়ে গেল। সোমবার বিকেলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৮১তম হুজুর সাহেবের মেলার উদ্বোধন করেন এক্রামিয়া ইসালে সওয়াব কমিটির সভাপতি গদ্দিনশিন পীর সৈয়দ নুরুল হক। উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, দিদারুন আলম সরকার সহ কমিটির অন্য সদস্যরা। মঙ্গলবার ও বুধবার চলবে হুজুর সাহেবের মেলা। হুজুরের মাজার চত্বরে প্রায় ৩৩ বিঘা জমিতে চার হাজার দোকান বসেছে। নিরাপত্তার আয়োজন করতে গিয়ে পুলিসের ঘাম ছুটছে। এদিনই বিকেলে মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন পুলিস সুপার দুত্যিমান ভট্টাচার্য, মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সঞ্জীব গড়াই, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা সহ অন্যান্য পুলিস আধিকারিকরা।


    পুলিস সুপার বলেন, এবছর মেলার নিরাপত্তার কথা ভেবে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। মেলা চত্বরে ৫৬টি সিসিটিভি লাগানো রয়েছে। একটি ড্রোন, মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিস।


    কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, মঙ্গলবার ও বুধবার মেলা বসবে। এদিন বিকেলে মেলার উদ্বোধন হয়েছে। পাশাপাশি এবছর মাধ্যমিক পরীক্ষা থাকায় মাইক বাজানো পুরোপুরি বন্ধ। আশা করছি, এবছর দু’দিনে ১০ লক্ষ মানুষের সমাগম হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানো বন্ধ রাখা হয়েছে। তার বদলে গোলাপ ফুল দিতে পারবে।
  • Link to this news (বর্তমান)