সংবাদদাতা, আলিপুরদুয়ার: হেল্পলাইন নম্বরে অসুস্থতার খবর পেয়ে সোমবার রেল জংশনের লিচুতলা এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে এসে হাজির হল আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যানের গাড়ি। গাড়ি থেকে খোদ চেয়ারম্যান প্রসেনজিৎ করকে নামতে দেখে অবাক ও খুশি ওই পরীক্ষার্থীর বাড়ির লোকজন। পরে চেয়ারম্যান নিজের গাড়িতে করেই তাকে আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। ওই পরীক্ষার্থী নিউটাউন গার্লস হাইস্কুলের ছাত্রী।
কোনও মাধ্যমিক পরীক্ষার্থী সমস্যায় পড়লে, তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আলিপুরদুয়ার পুরসভা গাড়ি ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। তার জন্য নির্দিষ্ট হেল্প নম্বরও চালু করেছে। তবে এদিন ফোন পেয়ে পুর চেয়ারম্যান নিজেই গাড়িতে করে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেন। পুর চেয়ারম্যান বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখা পুরসভার কর্তব্য। অসুস্থতার খবর পেয়ে ওই পরীক্ষার্থীর বাড়িতে যাই। পরে তাকে এদিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি।