• প্রতিবেশীর মারধর, আতঙ্কিত মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি ফিরতে নারাজ
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: তারস্বরে প্রতিবেশীর বাড়িতে মাইক বাজায় প্রতিবাদ করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী তাসলিমা খাতুন। সেজন্য জুটেছিল মারধর। যার জেরে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় সে। রবিবার রাতে সুস্থ হওয়ায় চিকিৎসকরা ছুটি দিয়েছে। তবে বাড়ি ফেরার সাহস হয়নি তার। শহরে এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে মা-মেয়েকে। পুলিসি প্রহরায়  সেখান থেকে সোমবার পরীক্ষা দেওয়ার জন্য রওনা দেয় ছাত্রীটি। তবে বাড়ি না ফিরে আত্মীয়র বাড়ি থেকেই মাধ্যমিকের পরের পরীক্ষাগুলো দেবে সে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য নিরাপত্তা চাইলে, সর্বত্র সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিস কর্তারা।


    কয়েকদিন ধরে প্রতিবেশীর বাড়িতে উচ্চস্বরে বক্স বাজছিল। বিকট আওয়াজে  পড়াশুনার সমস্যা হচ্ছিল পরীক্ষার্থী তাসলিমার। ওকড়াবাড়ির কাওরাই গ্রামের বাসিন্দা পরীক্ষার্থীটি শনিবার সন্ধ্যায় বক্স বাজানোর প্রতিবাদ করে। এর জেরে ছাত্রীটিকে মারধর করা হয়। হাসপাতাল থেকে ছুটি হলেও এখনও আতঙ্কিত তারা। সুস্থ হলেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। বাড়ি ফিরলে ফের মার খেতে হতে পারে সেই আতঙ্কে আত্মীয়র বাড়িতে ঠাঁই নিয়েছে তারা। 


    সোমবার ইতিহাস পরীক্ষা ছিল। পুলিসের গাড়িতে চেপেই সে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়। কেন্দ্রে প্রবেশের পূর্বে ওই ছাত্রী বলে, রবিবার রাতে চিকিৎসকরা আমাকে ছুটি দিয়েছে। তবে বাড়িতে ফিরতে ভয় পাচ্ছি। আবার যদি মারধর করা হয়, সেই আশঙ্কা মনে রয়েছে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে এক আত্মীয়র বাড়িতে রয়েছি। সেই বাড়ি থেকেই সোমবার সকালে পুলিসি প্রহরায় পৌঁছে পরীক্ষা দিতে এসেছি। 


    দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ওই ছাত্রীর পরীক্ষা দিতে যাতে অসুবিধা না হয়, তার জন্য সব সহযোগিতা করছে পুলিস।
  • Link to this news (বর্তমান)