• ৮৫ শতাংশ শারীরিক অক্ষমতা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছে অঙ্কিতা
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা সিংহ ৮৫ শতাংশ শারীরিকভাবে অক্ষম। ঠিকমতো কথা বলতে পারে না। ভালো নয় স্মৃতি শক্তিও। এমনকি কিছু ঠিকমতো ধরার শক্তি তার হাতে নেই। এই শারীরিক অক্ষমতা সত্ত্বেও মা রিক্তা সিংহের প্রচেষ্টায় এবারে মাধ্যমিক দিচ্ছে অঙ্কিতা। সিট পড়েছে ফালাকাটা পারঙ্গেরপার হাইস্কুলে। মাধ্যমিকের জন্য রাইটারের আবেদন করে সে।  বোর্ড সেই অনুমতি দেয়। 


    স্কুলেরই নবম শ্রেণির ছাত্রী পারুল মণ্ডলকে রাইটার হিসেবে নিয়েছে সে। পরীক্ষা ভালো হচ্ছে বলে জানিয়েছে অঙ্কিতা। ব্লকের কুঞ্জনগরের বাসিন্দা জীবন সিংহ ও স্ত্রী রিক্তা সিংহের তিনকন্যা নিয়ে ছোট সংসার। ছোটব্যবসা করে সংসার চলে। তাদের মধ্যে অঙ্কিতাই বড়। মা রিক্তা সিংহের স্বপ্ন, মেয়েদের পড়াশুনা করিয়ে স্বাবলম্বী করে তোলা। তাই বড় মেয়ে শারীরিকভাবে অক্ষম হোক হলেও হাল ছাড়তে তিনি রাজি নন। ছোট থেকেই তিনি অঙ্কিতাকে স্কুলে নিয়ে যাতায়াত করেছেন। বাড়িতে তিনিই পড়াতেন।  এবার সেই অঙ্কিতাই মাধ্যমিক দিচ্ছে। অঙ্কিতার মা বলেন, অঙ্কিতা বড় হয়ে কতটা কি করতে পারবে জানি না। কিন্তু প্রকৃত শিক্ষাটা আমি ওকে দিতে চাই। এবিষয়ে ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের টিচার ইনচার্জ অমৃতা মুখুটি বলেন, অঙ্কিতা পড়াশুনায় কেমন এটা বড় কথা নয়। এই শারীরিক অক্ষমতা নিয়েও যে দীর্ঘ তিনঘণ্টা বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এটাই বড় বিষয়। আগামীদিনে ওর সফলতা আশা করি।
  • Link to this news (বর্তমান)