• শিলিগুড়ি শহরে গৃহনির্মাণে বরাদ্দ সাড়ে ৫ কোটি টাকা বিলি ৫৫১ উপভোক্তাকে
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার হাউজিং ফর অল প্রকল্পে আরও সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ পেল শিলিগুড়ি পুরসভা। প্রায় দু’সপ্তাহ আগে রাজ্য সরকার ওই অর্থ বরাদ্দ করেছে। ইতিমধ্যে তা বিলি করা হয়েছে ৫৫১ জন উপভোক্তার মধ্যে। এবার সংশ্লিষ্ট প্রকল্পে জোর দিতে নজরদারি টিম গড়ছে পুরসভা। মেয়র গৌতম দেব বলেন, বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান করা হবে। এজন্য উপভোক্তা তালিকা ধরে ওয়ার্ডে ওয়ার্ডে নজরদারি চালানো হবে। এক্ষেত্রে কাউন্সিলারদের নেতৃত্বে বিশেষ নজরদারি টিম গড়া হবে। 


    পুরসভা সূত্রে খবর, হাউজিং ফর অল প্রকল্পে গৃহনির্মাণের জন্য বরাদ্দ করা হয় ৩ লক্ষ ৩৩ হাজার টাকা। যারমধ্যে কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৫০ হাজার এবং রাজ্য সরকার ১ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দ করে। গৃহনির্মাণ কাজের অগ্রগতি বিচার করে কয়েকটি কিস্তিতে সংশ্লিষ্ট টাকা বরাদ্দ করা হয় উপভোক্তাদের কাছে। এরবাইরে উপভোক্তা নিজে গৃহনির্মাণের জন্য প্রদান করে ৩৫ হাজার টাকা। গৃহনির্মাণ কাজের অগ্রগতি রিপোর্ট পাঠানোর পর গত ৪ ফেব্রুয়ারি রাজ্য সরকার প্রকল্পের বকেয়া ৫ কোটি ৪৭ লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ করেছে। তা ৫৫১ জন উপভোক্তার মধ্যে বিলি করা হয়েছে। 


    ওই অর্থ ২০১৬-’১৭ অর্থবর্ষের ৪৪, ২০১৮-’১৯ অর্থবর্ষের ৪১, ২০১৯-’২০ অর্থবর্ষের ১৪৮ এবং ২০২১-’২২ অর্থবর্ষের ৩১৮ জন উপভোক্তার মধ্যে বিলি করা হয়েছে। পুরসভার এক আধিকারিক জানান, তিন বছর আগে সংশ্লিষ্ট প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা শীঘ্রই নয়া হাউজিং প্রকল্প চালু করবে বলে খবর। তবে ওই প্রকল্পে প্রচুর টাকা এই পুরসভার পাওনা রয়েছে। এজন্যই এবার গৃহনির্মাণের কাজে জোর দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)