• ছাদে কাপড় শুকোতে দিতে গিয়ে বিপত্তি, বধূর খোঁপা ধরে টান চিলের!
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে/ ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে। 


    শিশু ভোলানো ছোটবেলার ছড়াটি প্রায় সকলেরই জানা। কবিতার একটি লাইন রয়েছে— মাছ নিয়ে গেল চিলে। মাছ নিয়ে যেতেই পারে চিল। কিন্তু শিলিগুড়িতে এক মহিলার চুলের খোঁপা ধরে টানাটানি করল চিল! আর তাতে মাথায় ব্যথাও পেয়েছেন তিনি। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে। 


    জামা-কাপড় রোদে দিতে ছাদে গিয়ে চিলের খপ্পরে পড়ে রীতিমতো আতঙ্কিত গৃহবধূ রূপা সাহা। সূর্য সেন কলোনির ব্লক-সি’তে স্বামী ও মেয়েকে নিয়ে তিনতলা বাড়ির প্রথম তলে থাকেন রূপা। অন্যদিনের মতো রবিবারও জামা-কাপড় ধুয়ে ছাদে শুকোতে দিতে যান স্বপন সাহার স্ত্রী রূপা। জামা-কাপড় মেলে দেওয়ার পর ছাদের কোণে থাকা জলের ট্যাপ খুলে মাথা নিচু করে হাত-পা ধুচ্ছিলেন। ঠিক তখনই অনুভব করেন কেউ তাঁর খোঁপা ধরে ঝটকা টান দিল। প্রথমটায় ভাবেন কেউ মজা করছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আক্কেল গুড়ুম। দেখেন একটি চিল দু’পায়ের নখ দিয়ে তাঁর খোঁপা ধরে টানছে। নিজেকে বাঁচাতে চুল ধরে রাখেন। পাশেই থাকা একটি পাপস চিলের দিকে ছুড়ে দিন। চিলটি উড়ে যেতেই পালিয়ে সিঁড়ির দিকে যেতে ফের চিলটি তাঁকে আক্রমণ করার চেষ্টা করে। কোনওমতে ঘরের ভিতরে ঢুকে যান। 


    রূপা সাহার দাবি, অতীতে এমন কখনও হয়নি। মাথায় আঁচড় না লাগলেও চুলের গোড়ায় ভালোই আঘাত লেগেছে। সোমবার আর ছাদে যাইনি। এদিন সিঁড়ির দরজা দিয়ে উঁকি মেরে দেখেছি তিনটি চিল ছাদে বসে আছে। চিলটি যদি আরও টানা হ্যাঁচরা করত আর ছাদে রেলিং না থাকত, তবে হয়তো নীচেই পড়ে যেতাম। 


    শহরে একাধিক এলাকায় এমন ঘটনা ঘটছে বলে জানান শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অনিমেষ বসু। তাঁর দাবি, বছরের এই সময় উঁচু নারকেল গাছে চিল ডিম পারে। ডিমফুটে বাচ্চা হয়। সন্তানদের সুরক্ষার জন্যই হয়তো আক্রমণ করেছিল। তবে মানুষের চুল ধরে টানাটানি! এক্ষেত্রে তবে সকলকে সাবধান থাকতে হবে।  
  • Link to this news (বর্তমান)