• দুই শিল্পতালুকের অ্যাপ্রোচ রোডের জন্য ১৪ কোটি
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁ ও এথেলবাড়ি জেলার দুই শিল্পতালুকের অ্যাপ্রোচ রোড তৈরির জন্য সাত কোটি করে ১৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে দুই শিল্পতালুকের অ্যাপ্রোচ রোডের পরিকাঠামো তৈরি শুরু হবে। এথেলবাড়ি ও জয়গাঁয় শিল্পতালুকের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। এথেলবাড়িতে ৪৩ ও জয়গাঁয় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রাচীরও দেওয়া হয়েছে। কিন্তু, জমি পড়ে থাকলেও অ্যাপ্রোচ রোড হয়নি। ফলে স্থানীয় উদ্যোগপতিরা দুই শিল্পতালুকে প্লট নেওয়ার আগ্রহ ছিল না। এনিয়ে গত ২২ জানুয়ারি শহরের প্যারেডগ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই দুই শিল্পতালুকের অ্যাপ্রোচরোড তৈরির জন্য রাজ্য থেকে ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। জেলাশাসক আর বিমলা বলেন, দুই শিল্পতালুকে অ্যাপ্রোচরোডের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)