• গর্ভস্থ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জানায়নি পরিবার
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গর্ভস্থ শিশুমৃত্যুর ঘটনায় শিলিগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ বা দার্জিলিং জেলা স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জমা করেননি পরিবারের সদস্যরা। যা নিয়ে একাধিকমহলে জল্পনা ছড়িয়েছে। দার্জিলিং জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকেরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছেন বলে দাবি করেছেন। অভিযোগ জমা না পড়লে কীভাবে ঘটনার সত্যতা বিচার করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে যখন ঘটনার পর শিশুর পরিবারের তরফে পুলিস ও সংবাদমাধ্যমের সামনে অভিযোগ জানানো হয়। তারপরেও কেন স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জমা পড়েনি তা নিয়েও প্রশ্ন উঠেছে। 


    এই প্রসঙ্গে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক বলেন, এমন কোনও অভিযোগ আমার কাছে আসেনি। সংবাদমাধ্যমের মাধ্যমেই আমি জেনেছি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।


    একইসুরে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষ বলেন, আমাদের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


    তিনি জানিয়েছেন, হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে রুটিন অডিট হয়েছে থাকে। এই শিশুমৃত্যুর ঘটনাটিও নিশ্চয়ই সেই তালিকায় আসবে। তবে কর্তব্যে গাফিলতি হয়েছে কি না তা অভিযোগ পেলেই তদন্ত করা সম্ভব। 


    রবিবার দুপুরে শিলিগুড়ি জেলা হাসপাতালে শিলিগুড়ির ঘোঘোমালির বাসিন্দা সুমিত্রাদেবীর গর্ভেই সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন তাঁর স্বামী মোহন দাস ও পরিবারের বাকি সদস্যরা। ঘটনার পর শিলিগুড়ি থানায় খবর দেন তাঁরা।  পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে এখনও স্বাস্থ্যদপ্তরকে অভিযোগ না করায় তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
  • Link to this news (বর্তমান)