নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। বাড়ছে তাপমাত্রা। তার মধ্যেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী কাল, বুধবার এবং বৃহস্পতিবার বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড়ের সঙ্গে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নীচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জন্য শীত বিদায় নিতেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।