• দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়  কাল-পরশু ঝড়বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, বুধবার এবং বৃহস্পতিবার বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড়ের সঙ্গে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সোমবার এক বিশেষ পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওইসময় বজ্রপাতের থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নীচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশের জন্য শীত বিদায় নিতেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। সব জেলায় হাল্কা বৃষ্টিও হতে পারে এইসময়। ঝড়বৃষ্টির জন্য মাঠের ফসলের ক্ষতির ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। পরিণত ফসল ও সব্জি মাঠ থেকে তুলে নেওয়ারও পরামর্শ দিয়েছে তারা।
  • Link to this news (বর্তমান)