• ২৫ বছরের পুরনো মামলা   থেকে রেহাই পরিবেশকর্মীকে
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আদালতের নির্দেশে গাছ লাগাতে গিয়ে মামলার মুখে পড়েছিলেন রাজ্যের পরিবেশকর্মী সুভাষ দত্ত। দীর্ঘ ২৫ বছর পরে সেই মামলা থেকে মুক্তি পেলেন তিনি। সোমবার চুঁচুড়া আদালতের বিচারক হরিওম প্রসাদ শা, সুভাষবাবুকে নির্দোষ ঘোষণা করে রায় দেন। সুভাষবাবুর আইনজীবী রাজু শেখ বলেন, বেআইনি জমায়েত, শ্লীলতাহানির চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছিলেন তদানীন্তন এক উপপ্রধান। বিচারক সোমবার সুভাষবাবুকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন। সুভাষবাবু এনিয়ে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সেদিন আমরা বলাগড়ের মাঝির চরে বৃক্ষরোপণ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমাদের যেতে দেওয়া হয়নি। নদীতে আমাদের পরিবেশকর্মীদের উপরে হামলা করা হয়। পরে শুনি, আমাদের নামেই মামলা হয়েছে। বহু বছর পরে নির্দোষ প্রমাণিত হয়েছি। খুবই ভালো লাগছে। সুভাষবাবুর সঙ্গে মামলায় অভিযুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী বর্তমানে বলাগড়ের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগ। তিনি বলেন, চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের তদানীন্তন কর্তারা জীবন্ত গাছ কেটে বিক্রি করে দিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে আইনআদালত হয়। উচ্চ আদালতের নির্দেশে গাছ বিক্রির টাকা দিয়েই গাছ লাগানোর কথা ছিল। আমরা সেই কাজই করতে গিয়ে হামলার মুখে পড়ি। প্রসঙ্গত, ওই ঘটনা ২০০১ সালের। চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের তদানীন্তন উপপ্রধান সুভাষ দত্ত, বিশ্বজিৎ নাগ, রচনা মজুমদার সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘবছর ধরে সেই মামলাই বিচারাধীন ছিল।
  • Link to this news (বর্তমান)