• উলুবেড়িয়ায় উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়ায়: সাত সকালে উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, অন্য কোথাও খুন করে তাঁর দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিস। এই ঘটনায় পরই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ব্যক্তিটিকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে পুলিস মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে।
  • Link to this news (বর্তমান)