• টানেল বিপর্যয়ের পর ভেঙে দেওয়া বাড়ি নতুন করে তৈরির কাজে হাত দিল মেট্রো  
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাহাড়প্রমাণ সমস্যার সমাধান হয়েছে। বউবাজারে পাতালপথ দিয়ে এখন পুরোদমে চলছে মেট্রোর ট্রায়াল রান। দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষা শেষে জুড়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অসমাপ্ত টানেল। মেট্রোপথে যুক্ত হয়েছে শিয়ালদহ-এসপ্ল্যানেড। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান—সম্পূর্ণ রুটে ছুটবে যাত্রীবোঝাই রেক। এই প্রকল্পের কাজ করতে গিয়েই বিরাট বিপর্যয় ঘটেছিল। ২০১৯ সালের আগস্ট মাসে বউবাজারে টানেল বোরিং মেশিন (টিবিএম) বসে গিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল প্রকল্প রূপায়ণ। ধস নেমেছিল অনেকটা এলাকাজুড়ে। এর ফলে দুর্গা পিতুরি লেনের একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে সেখানকার ২২টি বাড়ি পুরোপুরি ভেঙে ফেলা হয়। অবশেষে ওই জায়গার কাজ শেষ হওয়ায় এবার প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গা পিতুরি লেনের ভেঙে ফেলা বাড়িগুলি নতুন করে তৈরির কাজে হাত দিল মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার ২, দুর্গা পিতুরি লেনের ফাঁকা জমিতে ভূমিপুজো করে এই কাজের সূচনা হয়। হাসি ফোটে এতদিন ঘরছাড়া হয়ে থাকা পরিবারগুলির মুখে। 


    স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে বলেন, ‘২০১৯ সালে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেট্রোরেল ও গৃহহারাদের নিয়ে বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যসচিব। সেখানেই রেল প্রতিশ্রুতি দিয়েছিল, এই কাজের জন্য যাঁদের বাড়ি ভাঙা হয়েছে, তা নতুন করে তৈরি করে দেওয়া হবে। সেই মতো এদিন প্রথম বাড়িটি তৈরির কাজে হাত দেওয়া হল।’ বিশ্বরূপ আরও বলেন, ‘কলকাতা পুরসভার মেয়র পারিষদের বৈঠকে এই বাড়িগুলি নির্মাণে বিল্ডিং প্ল্যানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ভেঙে ফেলা বাড়িগুলি আগের আকার-আয়তনের সমহারেই নতুন করে গড়া হবে।’ 


    মেট্রো প্রতিশ্রুতি রাখায় খুশি ঘরছাড়াদের নিয়ে তৈরি ‘বউবাজার মাটি ও মানবকল্যাণ সোসাইটি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সেন। তিনি বলেন, ‘গত পাঁচ বছরের বেশি সময় আমরা ঘরছাড়া। জীবনের একটা বড় অধ্যায় অস্থায়ী ঠিকানায় কেটে গেল। আমাদের দাবি, দ্রুততার সাথে যাবতীয় গুণমান বজায় রেখে বাড়িগুলি তৈরি করা হোক।’ উল্লেখ্য, টানেল বিপর্যয়ের কারণে দুর্গা পিতুরি লেনের ২২টি বাড়ি ভাঙা হয়েছিল। পাশাপাশি নির্মাণস্থলে বড় আকারের মেশিন সহ সমস্ত উপকরণ পৌঁছতে স্যাকরাপাড়া লেনের দু’টি বাড়ি ভাঙতে হয়। সেই বাড়ি দু’টিও নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)