নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয়াদিল্লি স্টেশনে কুম্ভ যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় রেলের বিরুদ্ধে বিষোদ্গার করেছে তৃণমূল। সেখানে জোড়াফুল শিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ‘অপরাধমূলক গাফিলতি’ রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লক্ষ লক্ষ মানুষের লাইফলাইন ভারতীয় রেল। সেখানে বিজেপির শাসনকালে রেলের পরিষেবা নানা ধরনের সার্কাসে পরিণত হয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও চড়া সুরে আক্রমণ করেছেন রেলের অব্যবস্থা নিয়ে।