নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অঙ্ক পরীক্ষার দিন কেন্দ্রে সাপ ঢুকে আতঙ্ক ছড়িয়েছিল হুগলির ভদ্রেশ্বরের স্কুলে। আর সাপের কামড়ে অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে বসে পরীক্ষা দিল ধনেখালির এক পড়ুয়া। এছাড়া আরও কিছু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারণে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে।
রবিবার সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েছিল চয়ন শবর। ধনেখালির বাসিন্দা ওই কিশোর সোমবার হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ডায়েরিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেও হাল ছাড়েনি সিঙ্গুরের বর্ষা ঘোড়ুই। সোমবার সেও সিঙ্গুর হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। হুগলি জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনার দেবাশিস বসু বলেন, পরীক্ষার্থীদের পাশে থাকতে পর্ষদের তরফে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক পরীক্ষার্থীকে আমরা হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।
উত্তর ২৪ পরগনার বনগাঁয় পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে ছয় ছাত্রী। হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে ওই ছ’জন। এরা সকলেই গাইঘাটা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রী। ঠাকুরনগর হাইস্কুল, আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠ ও খড়ুয়া রাজাপুর হাইস্কুল পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে।
হালিশহর স্টেশনে ট্রেন থেকে পড়ে জখম হয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থী ও এক অভিভাবক। অভিভাবকের মাথা ফেটে যায়। মাথায় সেলাই পড়ে। খবর শুনে আসেন স্থানীয় কাউন্সিলার দীপঙ্কর চক্রবর্তী। পড়ুয়াদের চিকিৎসা করিয়ে তিনি হাসপাতালে নিয়ে যান। পুরসভার অ্যাম্বুলেন্সে তাদের বাড়ি পাঠানো হয়। এছাড়া কাঁচরাপাড়ার কাঁপা ট্রাফিক গার্ডের সামনে এক ছাত্রীর অ্যাডমিট কার্ড পান কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মীরা। নাম-ঠিকানা দেখে তা পড়ুয়াকে ফিরিয়ে দেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি কচিয়ামারা হেমচন্দ্র হাই স্কুলের তিন পরীক্ষার্থী টোটোয় চেপে যাওয়ার সময় জখম হয়। ডোঙাজোড়া রমানাথ হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেরিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টোটো উল্টে যায়। পুলিস পরীক্ষার্থীদের উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তারা হাসপাতালে বসেই পরীক্ষা দেয়। কাকার সঙ্গে বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। উল্টো দিক থেকে আসা বাইকের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। যদিও পরীক্ষার্থী সুস্থই রয়েছে এবং পরীক্ষা দিয়েছে। কিন্তু মৃত্যু হয়েছে অন্য বাইকের চালকের। পরীক্ষার্থীর কাকা গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়া পেঁড়ো থানার বলরামপুরের কাছে। মৃতের নাম শেখ মফিজুল (২২)। বাড়ি পেঁড়ো এলাকায়।