সংবাদদাতা, বারুইপুর: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় উদ্বোধন ঘিরে বিতর্ক ছড়াল। রবিবার জয়নগরের দক্ষিণ বারাসত স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মঞ্চ বেঁধে আইএনটিটিইউসির দলীয় কার্যালয় উদ্বোধন হয়। এমনকী সেখানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। শিক্ষক তথা বিধায়কের এমন কীর্তিতে সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী দল। শাসকদলের জেলা পরিষদ সদস্য তথা সাংসদ প্রতিনিধি জিয়াউল হকও সমালোচনা করেছেন এহেন কাজের। তিনি বলেন, এলাকার মানুষ অসুবিধার কথা আমাদের জানিয়েছিলেন। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে দলীয় অফিসের উদ্বোধন করে সভা অত্যন্ত নিন্দনীয়। দল এই কাজ সমর্থন করে না।
বিশ্বনাথ দাস অবশ্য সাফাই দিয়ে বলেন, সাউন্ড বক্স নিয়ে ছোট ইন্ডোর সভা হয়েছে। তবে বাস্তবে চিত্র অন্য, মাইক বাজিয়ে আয়োজিত সভা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসইউসির প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর বলেন, শাসকদল বলে সব মাফ। বিধায়ক নিজে শিক্ষক। তিনি কী করে এই কাজ করলেন তা অবাক করেছে। বিজেপি নেতা উৎপল নস্কর বলেন, হাইকোর্টের নির্দেশে মাধ্যমিকের সময় মাইক বাজানো নিষেধ। সিপিএম নেতা অপূর্ব প্রামাণিকের কটাক্ষ, তৃণমূলের এটাই সংস্কৃতি।
ভাইরাল হওয়া ভিডিওতে বিধায়ক বিশ্বনাথ দাস সহ তৃণমূল নেতৃত্বকে দেখা গিয়েছে, মাইক্রোফোন নিয়ে সভায় বক্তব্য রাখছেন। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়ায় বিঘ্নও ঘটে। নিজস্ব চিত্র