বড়তলায় ফুটপাতবাসী ৭ মাসের শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক
বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার বড়তলায় ফুটপাতবাসী সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরকে যৌন নির্যাতন সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন। আজ, মঙ্গলবার বিচারক সাজার মেয়াদ ঘোষণা করবেন। এই মামলায় ৪০ দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান, ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে অভিযুক্তকে জেল হেফাজতে রেখে বিচারের আর্জি জানানো হয়ে ছিল। অবশেষে ২৪ জন সাক্ষীর সাক্ষ্যে অপরাধী এদিন দোষী সাব্যস্ত হয়েছে। তিনি জানান, এই আদালতে পকসো মামলার এত দ্রুত নিষ্পত্তি এককথায় নজিরবিহীন ঘটনা। মামলাটি দ্রুত তদন্ত শেষ করে ধৃতের বিরুদ্ধে মাত্র ২৬ দিনের মাথায় চার্জশিট পেশ করেন বড়তলার থানার মামলার তদন্তকারী পুলিস অফিসার মানসী মাইতি রায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৩০ নভেম্বর রাতে বড়তলা থানা এলাকায় ঘটনাটি ঘটে। সাত মাসের শিশুকন্যাটি ফুটপাতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে রাজীব ঘোষ নামে ওই যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফুটপাতের ধারে ফেলে রেখে চম্পট দেয়। শিশুটির কান্নাকাটিতে ছুটে আসে ফুটপাতে থাকা লোকজন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সহকারী সরকারি আইনজীবী সৈকত পান্ডে বলেন, ‘বর্তমানে উত্তর কলকাতার এক সরকারি হাসপাতালে শিশুকন্যাটি চিকিৎসকদের নজরদারিতে আছে। ঘটনার পর অভিযুক্ত হোটেল বয় রাজীব ঘোষ কলকাতা থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় গোপীবল্লভপুরে। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস ৪ ডিসেম্বর তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।’ শিশুকন্যাটির মা সহ এক প্রত্যক্ষদর্শী বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। টি আই প্যারেডে যুবকটি শনাক্ত হয়। আদালতের নির্দেশে তার হাঁটাচলার নমুনা নেওয়া হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনাস্থল থেকে পুলিস যুবকটির একপাটি জুতো খুঁজে পায়। মেডিকো লিগ্যাল ও শিশুটির জামাপ্যান্ট ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে সন্তোষজনক রিপোর্ট আসায় এই মামলায় আরও ‘গতি’ আসে।